Wellcome to National Portal

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাউজান-এর ওয়েব পোর্টালে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থুল  প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৮৬% (জানুয়ারী ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৪  


সাম্প্রতিক কর্মকান্ড

জাতীয় পরিসংখ্যান দিবস পালনঃ

পরিসংখ্যান ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানের লক্ষ্যে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদে পরিসংখ্যান আইন ২০১৩ পাস হয় এবং ৩ মার্চ গেজেট আকারে তা প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় ঘোষিত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাউজান, চট্টগ্রাম ৩য় বারের মত পরিসংখ্যান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। এদিন আলোচনা সভাসহ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।



নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

২০৪১ সাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের প্রয়োজনের অতিরিক্ত ট্যাবসমূহ রাউজান উপজেলার মাধ্যমিক ও সমমানের মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৭৮৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।


আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ (Socio-Economic and Demographic Survey)

শুমারি পরবর্তী সময়ে আর্থসামাজিক ও জনমিতিক জরিপের মাধ্যমে একটি দীর্ঘ প্রশ্নপত্র ব্যবহার করে দেশের জনসংখ্যার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে জন্ম, মৃত্যু, অভিবাসন, স্বাস্থ্য, স্যানিটেশন, বিদ্যুৎ, খাবার পানির প্রাপ্যতা ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্যসংগ্রহ  করা হয়। দেশের জনগণের আর্থসামাজিক ও জনমিতিক বিষয়ের বিশদ তথ্য আর্থসামাজিক ও জনমিতিক জরিপের মাধ্যমে সংগ্রহ করা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করা হয় যা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। রাউজান উপজেলার ১১টি  পিএসইউ (PSU) হতে ৩জন গনণাকারী আর্থসামাজিক ও জনমিতিক জরিপের তথ্য সংগ্রহ করে। যেখানে ১ জন সুপারভাইজার  ও ১ জন সুপাভাইজিং কর্মকর্তা নিয়োজিত ছিল।


খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২ (Food Security Assesment & Food Insecurity Experience Scale)

বিবিএস খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২ জরিপের মাধ্যমে ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে দেশের খাদ্য স্থিতি বিষয়ক পরিসংখ্যান প্রণয়ন করেছে। দেশে মানুষের মাথাপিছু ম্যাক্রোনিউট্যান্ট (ক্যালোরি, প্রোটিন ও ফ্যাট) ও মাইক্রোনিউট্যান্ট (খনিজ, ভিটামিন প্রভৃতি) এর প্রাপ্যতা নিরূপণ করেছে। রাউজান উপজেলার ২টি পিএসইউ (PSU) হতে ০১ জন তথ্য সংগ্রহকারী খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প-২০২২ জরিপ এর তথ্য-উপাত্ত সংগ্রহ করে সদর দপ্তর ঢাকায় প্রেরণ করে।


হস্ত ও কারুশিল্পজাত পণ্য জরিপ- ২০২২

বিবিএস হস্ত ও কারুশিল্পজাত পণ্য জরিপ- ২০২২ পরিচালনা করে । উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাউজান, চট্টগ্রাম নিম্নোক্ত কাজে নিয়োজিতদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে সদর দপ্তর ঢাকায় প্রেরণ করে :

মৃৎশিল্প ও টেপা পুতুল শিল্প, কাগজের মুখোশ শিল্প , বাঁশ ও বেত শিল্প, বাঁশ ও বেত শিল্প, নক্‌শি হাতপাখা শিল্প, শোলা ও কাগজ কাটা শিল্প, কাঠের কারুশিল্প, জামদানি শিল্প ( হাতে বোনা), নক্‌শি কাঁথা কারুশিল্প , নক্‌শি কাঁথা কারুশিল্প, শতরঞ্জি কারুশিল্প, হাতে বোনা,  শীতল পাটি শিল্প, পাটের কারুশিল্প  (হাতে বোনা) mov I cUwPÎ, ধাতব ও লৌহজাত শিল্প (তামা-পিতল-কাঁশা), শাঁLvও শঙ্খ শিল্প , সূচিকার্য ও কারচুপি শিল্প, কুরুশকাঁটার পণ্য শিল্প, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির হস্ত শিল্প  [পার্বত্য ও বরেন্দ্র অঞ্চল], হাতে তৈরী বাদ্যযন্ত্র শিল্প , হাতে তৈরী কাপড়ের পুতুল শিল্প।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহার জরিপ -২০২২

ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্ত (ICT) ব্যবহারের জরিপ ২০২৩’ সারা দেশের নির্ধারিত মোট ১২৮৪ টির PSU-এর মধ্যে রাউজান উপজেলায় ১টি PSU-এ যথাযথভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সদর দপ্তর ঢাকায় প্রেরণ করা হয়।


স্বাক্ষরতা নিরুপন জরিপ (Literature Assesment Survey)

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এর সঠিক তথ্য উপাত্তের কোনো বিকল্প নেই। বিবিএস এর ধারাবাহিকতায় স্বাক্ষরতা নিরূপণ জরিপ (Literature Assesment Survey) পরিচালনা করে। রাউজান উপজেলার ৫টি পিএসইউ (PSU) হতে ২জন তথ্য সংগ্রহকারী স্বাক্ষরতা নিরুপন জরিপ এর তথ্য-উপাত্ত সংগ্রহ করে সদর দপ্তর ঢাকায় প্রেরণ করে।



ম্যাপ