Wellcome to National Portal

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাউজান-এর ওয়েব পোর্টালে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থুল  প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৮৬% (জানুয়ারী ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৪  


পরিসংখ্যান কর্মকর্তা

এ. বি. এম. নূরুল্লাহ

পরিসংখ্যান কর্মকর্তা       

যোগদানের তারিখ      : ৩১ জানুয়ারি, ২০২৩

ফোন নম্বর             : ০১৭৩৬৩৯০১১৫ 

ইমেইল ঠিকানা         : abmnoorullah@gmail.com 

 

জনাব এ. বি. এম. নূরুল্লাহ, পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রাউজান, চট্টগ্রাম-এ যোগদান করেন। ইতোপূর্বে তিনি উপজেলা পরিসংখ্যান কার্যালয়, দাউদকান্দি, কুমিল্লা-তে কর্মরত ছিলেন। ২০১৯ সনে ৩৭-তম বিসিএস হতে ১ম শ্রেণির গ্যাজেটেড (নন-ক্যাডার) কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-তে যোগদান করেন। তিনি শিক্ষা জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তার নিজ জেলা নোয়াখালী।  

ম্যাপ